চাঁদপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৫
চাঁদপুর সংবাদদাতাা
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:১৮ এএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

আজ (রবিবার) সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কে শাহরাস্তির কাকৈরতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী-শিশু-বৃদ্ধসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের নাম জানা গেছে। তারা হলেন, ফখরুল ইসলাম (৭৫), রঞ্জিত চন্দ্র (৫২), আবুল কালাম (৬২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার ছেলে রুমান (৮)।
চাঁদপুর পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবীর জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশা যাত্রীদের মধ্যে শিশুসহ ৪ জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও এক নারী মারা যান।
শাহরাস্তি মডেল থানা ওসি শাহ আলম জানান, সিএনজি চালিত অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়ার পথে যাচ্ছিল। তিনি আরো জানান, আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিউজওয়ান২৪.কম/কেআর