শ্রীলংকায় সিরিজ বোমা হামলার মূল হোতা নিহত
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

জাহরান হাশিম। ছবি: সংগৃহীত
শ্রীলংকায় সিরিজ বোমা হামলার মূল হোতা জাহরান হাশিম নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এ তথ্য নিশ্চিত করেছেন।
গেল রোববার ইস্টার সানডের সকালে কলম্বোর তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল এবং আরো দুই স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়। এর পেছনের মূল হোতা হিসেবে জাহরানকে চিহ্নিত করা হয়।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেন, রাজধানী কলম্বোর সাংরি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছেন জাহরান হাশিম নামের এক মৌলবাদী ধর্মপ্রচারক। তিনিই বোমা হামলার ঘটনার মূল হোতা হিসেবে সন্দেহভাজন ছিলেন।
তিনি আরো বলেন, হাশিম জনপ্রিয় পর্যটন হোটেলে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ইলহাম নামে অপর এক বোমা হামলাকারীকেও শনাক্ত করা করেছে।
এদিকে এ হামলার দায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে। এর সঙ্গে ১৩০ জন শ্রীলংকায় সম্পৃক্ত রয়েছেন বলে দেশটির গোয়েন্দা সংস্থা ধারণা করছে।
ইস্টার সান ডের সিরিজ বোমা হামলার পেছনে ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে এরা সবাই ন্যাশনাল তৌহিদ জামাতের সদস্য।
সম্প্রতি আইএস একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে আট জঙ্গিকে শপথ নিতে দেখা গেছে। ওই ভিডিওতে হাশিম ছাড়া বাকি সাতজনের মুখ কাপড়ে ঢাকা ছিল।
ধারণা করা হচ্ছে, হামলার আগে তারা শপথ নিয়েছিল। তবে আইএসের সঙ্গে হাশিমের সরাসরি সম্পৃক্ততা ছিল কিনা তা এখনো স্পষ্ট হওয়া যায়নি।
প্রসঙ্গত, রোববারের ওই ভয়াবহ সিরিজ হামলার ঘটনায় ৩৫৯ জন নিহত হয়েছেন। এছাড়া আরো কমপক্ষে ৫শ জন আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জনকে আটক করা হয়েছে।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি