NewsOne24

শ্রীলঙ্কায় এবার সিনেমা হলের পাশে বিস্ফোরণ

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

বোমা বিস্ফোরণ আতঙ্ক থেকে মুক্ত হচ্ছে-ই না যেন শ্রীলঙ্কা। আজ (বুধবার) রাজধানী কলম্বোর স্যাভয় নামের একটি ব্যস্ত সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই বিস্ফোরণ পুলিশ ঘটিয়েছে বিশেষ উদ্দেশ্যে। 

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার শ্রীলঙ্কা পুলিশ ওই সিনেমা হলের কাছে একটি দূর নিয়ন্ত্রণ বিস্ফোরণ ঘটানোর কথা নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট পুলিশের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, স্যাভয় সিনেমার কাছে রাখা একটি সন্দেহজনক মোটরবাইক পরীক্ষা করার পদক্ষেপ নেয় পুলিশ। এসময় মোটরবাইকটির আসন খুলতে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশের গণমাধ্যম ইউনিট জানিয়েছে। তবে বাইকটিতে কোনো বিস্ফোরক ছিল না বলে পরে জানিয়েছে পুলিশ। প্রথম দিকে এ ঘটনায় আতঙ্ক ছড়িগয়ে পড়ে।

গত রবিবার ইস্টার সানডে উদযাপনের সময় দেশটির তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সিরজ হগামলার বলি হয়েছে ৩৫৯ জন যার মধ্যে বাংলাদেশি ৮ বছর বয়সী শিশু জায়ান চৌধুরীও (আওয়ামী রীগ প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপি’র নাতি) রয়েছে। এছাড়া আহত কয়েক শ এখনো চিকিৎসাধীণ হাসপাতালে।

শ্রীলঙ্কায় নিহতদের মধ্যে ৩৮ জন বিদেশি আছেন বলে এখন পর্যন্ত জানা গেছে যার মধ্যে বাংলাদেশি শিশু জায়ান একজন। 

এদিকে, গতকাল (মঙ্গলবার) আইএস পরিচালিত সংবাদমাধ্যম আমাক নিউজ শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তার আগে অবশ্য দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামায়াতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে কলম্বো সরকার।
নিউজওয়ান২৪.কম/এফএন