মিয়ানমারে খনি ধসে ঘুমন্ত ৫৪ শ্রমিক নিহত
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:৪২ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

মিয়ানমারের একটি জেড পাথরের খনিতে কাজ চলছে। এখান থেকে আহরিত মূল্যবান পাথরে পকেট ভারী হয় শুধু প্রভাবশালীদের -ফাইল ফটো
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের এক পান্না পাথরের খনিতে ভূমিধসে কমপক্ষে ৫৪ জন ঘুমন্ত শ্রমিক নিহত হয়েছে।
বুধবার রয়টার্সের খবরে জানা গেছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে কাচিনের হপকান্ত শহরের ম উন কালায় গ্রামে অবস্থিত মূল্যবান পান্না পাথরের খনিতে ভূমিধসের ওই ঘটনা ঘটে। পুরনো ওই খনিতে কাদা-পানি ভর্তি একটি পুকুরের পাড় ভেঙে পড়লে ওই দুর্যোগের শুরু হয়।
স্থানীয় সরকারি কর্মকর্তা তিন সোয়ে জানান, দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন কর্মচারী খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে অন্তত ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।
তিনি জানান, তাদের কারো বেঁচে থাকা সম্ভব নয়। কারণ, বর্জ্য ও কাদার নিচে তলিয়ে গেছে তারা।
শ্রমিকদের মৃতদেহ উদ্ধার করাও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দুর্ঘটনা কবলিত এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে কিয়া সোয়া অং নামের এক কর্মকর্তা জানান। তিনি বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা গেছে।
প্রসঙ্গত, দারিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় মিয়ানমারের প্রধান পান্না খনি অবস্থিত। চীন সীমান্তের কাছে কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়। তবে সেখানকার পান্না খনিগুলো থেকে উপার্জিত অর্থের অধিকাংশই প্রভাবশারী ব্যবসায়ী আর সাবেক সামরিক শাসকদের পকেটে চলে যায়। স্থানীয় জনগণের কল্যাণে তা তেমন ভূমিকা রাখে না।
নিউজওয়ান২৪.কম/এসএম