ভিডিও ছাড়ানো ‘গুণধর ধর্ষক’ শাকিল গ্রেপ্তার, জাবেরকে খুঁজছে পুলিশ
ফরিদপুর সংবাদদাতা
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

প্রতিবাদী প্রতীকি চিত্র
নাম শাকিল ফকির (১৯)। এলাকায় বেশ প্রভাবশালী। ফরিদপুরের সালথা উপজেলার যুগীকান্দা লক্ষনদিয়া গ্রামের মাসুদ ফকিরের ছেলে শাকিলের বন্ধুও তারই মতো ‘যোগ্য পুরুষ’ জাবের। জাবের মাতুব্বর (২০) হচ্ছে একই এলাকার বজলু মাতুব্বরের ছেলে। ‘যোগ্য বাবাদের’ এই দুই সুযোগ্য সুসন্তান গত ৫ এপ্রিল রাতে একই উপজেলার নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণের ওই দৃশ্য তারা মোবাইল ফোনে ধারণও করে রাখে। থানায় করা অভিযোগ থেকে জানা যায়, মেয়েটিকে ঘটনা গোপন রাখতে বলে তারা। অন্যথায় পরিবারের লোকজনদের হত্যার হুমকিও দেয়।
পরে আবার মেয়েটিকে তাদের সঙ্গে ‘সাক্ষাৎ’ করতে নির্দেশ দেয় প্রভাবশালীদের ওই সন্তানেরা। কিন্তু মেয়েটি এতে রাজি না হলে ওই ভিডিওটি তারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে পরিবারটির স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেয়েটির স্কুলে যাওয়া আর পরিবারের লোকজনের প্রকাশ্যে বের হওয়া চরম লজ্জাকর হয়ে দেখা দেয়।
ভুক্তভোগী মেয়েটির অভিভাবকেরা এলাকার সমাজপতিদের কাছে এ ঘটনার বিচার দাবি জানালেও তাতে কেউ গাঁ করেনি।
পরে মেয়েটির ভাই বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করে। গতকাল (সোমবার) মামলা হওয়ার পর রাতে পুলিশ ওই জঘন্য ঘটনার অন্যতম কদর্য ব্যক্তি শাকিলকে গ্রেপ্তার করেছে।
সালথা থানা ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার মূল অপরাধী শাকিলকে গ্রেপ্তার করেছি। জাবের পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি দেলোয়ার আরো বলেন, ধর্ষণের বিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ এ ব্যাপারে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভিকটিম কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
ওসি বলেন, আজ (মঙ্গলবার) ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আসামি শাকিল ফকিরকে জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ডের শুনানির তারিখ পরে ধার্য করার আদেশ দিয়ে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নিউজওয়ান২৪.কম/আরকে