শ্রীলঙ্কায় আবারো বিস্ফোরণ, ৮৭টি ডেটোনেটর উদ্ধার
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

এই স্থানেই বিস্ফোরণটি ঘটে সোমবার ছবি: এএনআই
সোমবার আবারো শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি গীর্জার পাশে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কলম্বোতে একটি গীর্জার পাশে একটি ভ্যানে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেছে। এর আগে রবিবার ওই একই স্থানে বিস্ফোরণে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বোমা নিস্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যরা বিস্ফোরক নিস্ক্রিয় করার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, দেশটির বিমানবাহিনী এবং স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা যখন বোমা নিস্ক্রিয়করণের রত ছিলেন তখন ওই ভ্যানটি বিস্ফোরণে উড়ে যায়। তবে নয়া এই বিস্ফোরণ নিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
অপরদিকে, আজ সকালের দিকে শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম অ্যাডাডারনা এক প্রতিবেদনে জানায়, পেত্তাহ শহরের একটি বাস স্টেশন থেকে কলম্বো পুলিশ অন্তত ৮৭টি বিস্ফোরক উদ্ধার করেছে। এতে বোঝা যাচ্ছে এই সিরিজ হামলার পেছনে অনেক বড় ষড়যন্ত্রের জাল বিছঅনো হয়েছিল।
এর আগে রোববার রাতে কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করে দেশটির বিমান বাহিনীর সদস্যরা। পরে সেগুলো নিস্ক্রিয় করা হয়।
গতকাল রবিবার ম্রীলঙ্কার তিনটি বিলাসবহুল হোটেল ও তিনটি গীর্জাসহ আরো দুটি স্থাপনায় শ্রীলঙ্কার সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন সিরিয়াল বোমা হামলায় এখন পর্যন্ত ২৯০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন যাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ানও রয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় পাঁচ শ ব্যক্তি।
নিউজওয়ান২৪.কম/আরকে