হাইপ্রেসার লাইন থেকে ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাসে রূপগঞ্জে বিস্ফোরণ!
নারায়ণগঞ্জ সংবাদদাতা
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ দুর্ঘটনাস্থল
গৃহস্থালীর গ্যাসলাইন দুর্ঘটনায় এমন এক বিস্ফোরণ হয় যাতে বিল্ডিংয়ের একটি পুরো দেয়াল ভেঙে উড়ে গিয়ে ৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত স্থানে ছড়িয়ে পড়ে। তিতাস গ্যাসের হাই-প্রেসার পাইপ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে নেয়া অবৈধ গ্যাস সংযোগ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দোতলা বিল্ডিংয়ের ওই ঘটনায় সেখানে বসবাসরত দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
দুঘটনা কবলিত বাড়ির মালিক অবশ্য দাবি করেছেন, তার বাড়িতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কেন কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি জানাননি।
আজ (সোমবার) ভোরে রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার এ দুর্ঘটনায় নিহতরা হলেন, মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে শামিম (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫)। নিহত দুইজনই স্থানীয় নেক্সট এক্সেসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক। আহতরা হচ্ছেন, নেক্সট এক্সেসরিজের শ্রমিক তরিকুল ইসলাম, লিয়াকত আলী, হযরত আলী, আরিফ, আনোয়ার হোসেন, ফারুক মিয়া ও আরিফুর রহমান। তাদের মধ্যে লিয়াকত ও আরিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
এদিকে, পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উজেলার সাওঘাটে রাবেয়া আক্তার মিলি নামের এক আইনজীবির দুই তলা বিল্ডিং রয়েছে একটি। ওই মহাসড়কের পাশ দিয়ে স্থাপিত তিতাস গ্যাসের হাই-প্রেসারের পাইপ লাইন থেকে অবৈধভাবে ওই বিল্ডিংয়ে গ্যাসের সংযোগ নেন আইনজীবী মিলি। প্রসঙ্গত, হাই-প্রেসারের পাইপ লাইন থেকে আবাসিক গ্যাস সংযোগ নেয়াটা পুরোটাই ঝুঁকিপুর্ণ। খুবই ঝুঁকির মুখে থাকা ওই বিল্ডিংটি স্থানীয় নেক্সট এক্সেসরিজ নামের পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়। শবেবরাতের কারণে সমস্ত মিল-কারখানা বন্ধ থাকায় গ্যাসের প্রেসার ছিলো বেশি। ভোর সোয়া তিনটার দিকে হঠাৎ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কেঁপে ওঠে এবং বিল্ডিংয়ের পুরো দেয়াল ভেঙে প্রায় ৫০ থেকে ৩০০ ফুট দূরে গিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে গুরুতর দগ্ধ অবস্থায় ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি পাঠান এবং তিনজনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে শামিম ও হেলাল বিশ্বাস ওরফে রাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অপরদিকে, এ বিষয়ে জানতে দুর্ঘটনা কবলিত বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলির সঙ্গে যোগাযোগ করলে বলেন, অন্যরা যেভাবে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে আমিও সেভাবেই নিয়েছি। তবে, আমার বাড়িতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
এ প্রসঙ্গে তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের সুপার ভাইজার ইসমাইল হোসেন বলেন, আগেও এ ধরনের আরো বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এক হলো হাই-প্রেসার লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়া। আবার শবেবরাত উপলক্ষে সকল প্রকার মিল-কারখানা বন্ধ ছিলো। সব মিলিয়ে গ্যাসের প্রেসার ছিলো অধিক। হয়তো বিল্ডিংয়ের ভেতরে গ্যাস ছড়িয়ে ছিলো। আগুনের সংস্পর্শে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।
ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
নিউজওয়ান২৪.কম/আরএ