NewsOne24

‘সৌভাগ্যের কয়েন’ নিতে মন্দিরে হুড়োহুড়ি, পদদলনে নিহত ৭

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

তামিলনারুর তিরুচিরাপল্লিরনিকটবর্তী মুথাইয়াপালায়াম গ্রামের এক মন্দিরে দানের কয়েন নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে সাতজনের নির্মম মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে চারজনই নারী। গতকাল রবিবারের এ ঘটনায় প্রাণহানির জন্য পুলিশকে দায়ী করেছে মন্দির কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না।

মন্দিরে পদিকাসু অনুষ্ঠানে (এতে ভক্তদের মাঝে ধাতব মুদ্রা বা কয়েন বিতরণ করা হয়) কয়েন বিতরণ হচ্ছে মূল অনুষ্ঠান। এখান থেকে পাওয়া মুদ্রা বা কয়েন ভক্তরা বাড়িতে বিশেষ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করে। তাদের বিশ্বাস, এতে এসব মুদ্রা ঘরে থাকলে কাজ-কারবারে সমৃদ্ধি আসে।

ভারতীয় মিডিয়া জি জিউজ জানায়, মুথাইয়াপালায়াম গ্রামের কারুপ্পাস্বামী মন্দিরে বাৎসরিক চিথিয়া পৌরনামি অনুষ্ঠানে জড়ো হয়েছিল কয়েক শ লোক। এ অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পদিকাসু বা কয়েন বিতরণের পর্ব। মন্দির থেকে দেওয়া প্রসাদতুল্য এ কয়েনের জন্য ভক্তদের মাঝে শুরু হতেই তুমুল হুড়োহুড়ি লেগে যায় প্রত্যেকবার। 

তামিলনারুর মূখ্যমন্ত্রী পালানিস্বামী ছাড়াও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবার পিছু ২ লাখ রুপি দেয়ার কথা ঘোষণা করেছেন মোদি। আর রাজ্যের মূখ্যমন্ত্রী দেবেন ১ লাখ রুপি করে।

নিউজওয়ান২৪.কম/এমএন