শোকাতুর শ্রীলংকা: শেখ সেলিমের নাতিসহ নিহতের সংখ্যা ২৯০
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:০৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

কাছাকাছি সময়ে একের পর এক ভয়াবহ বোমা হামলার ঘটনায় শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০–এ পৌঁছেছে। গতকাল রবিবার খিস্টান সম্প্রোয়ের পবিত্র ইস্টার সানডে উদযাপনকালে ওই সিরিজ হামলায় আহতের সংখ্যা পাঁচ শ ছাড়িয়েছে। পুরো শ্রীলঙ্কায় শোকের ছায়া নেমে এসেছে। তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধ সমাপ্তির পর থেকে গত এক দশকে এমন ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি দেশটিতে।
গতকাল সকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিন হোটেলে এ হামলা হয়। পরে আরও দুই স্থানে হামলা হয়।
বিস্ফোরণস্থলগুলোর মধ্যে কলম্বোর কেন্দ্রস্থলে অবস্থিত তিনটি পাঁচ তারকা হোটেল সাংগ্রিলা, চিন্নামন গ্র্যান্ড এবং কিংসবেরি রয়েছে। এছাড়া তিনটি গির্জায় অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে বলে জানায় বিবিসি। যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া। এসব গির্জায় ও হোটেলে ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠান চলছিল। হামলকারীরা এমনি মোক্ষম সময়কে বেছে নিয়েছে যখন উৎসব ও প্রার্থণাকে কেন্দ্র করে সেসব স্থানে অনেক লোকের সমাবেশ ছিল।
ভয়াবহ বোমা হামলার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার।
হামলার পর দেশটির পুলিশ এ পর্যন্ত ২৪ জনকে আটক করলেও হামলার পেছনে কারা দায়ি তা জানা যায়নি। এ সম্পর্কে এখনও গণমাধ্যমে কোনো নিশ্চিত খবর আসেনি।
সন্ত্রাসী গোষ্ঠীরা সাধারণত এ ধরনের হামলার দায় স্বীকার করে যেমনবি বিবৃতি দিয়ে থাকে এক্ষেত্রে তেমন কিছু এখনও ঘটেনি। শ্রীলঙ্কার ইসলামপন্থী যে উগ্র সংগঠনককে সন্দেহের তালিকায় রেখেছিল অনেকে উল্টো তারাও হামলার ঘটনায় শোক জানিয়ে বিচার দাবি করেছে।
শেখ সেলিমের নাতি নিহত
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেনে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা। বিবিসি বলছে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি। হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানও রয়েছেন বলে জানা গেছে। এছাড়া শেখ সেলিমের মেয়ের জামাতাও হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিউজওয়ান২৪.কম/আরকে