NewsOne24

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের বাঘারপাড়া ও মণিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বাঘারপাড়ায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় মেলেনি। এ ঘটনায় আহত ব্যবসায়ী মুরাদের (৩৫) অবস্থা আশঙ্কাজনক।

নিহত অজ্ঞাত ব্যক্তি (৪৫) সাদা ফুলহাতা শার্ট ও নেভি ব্লু প্যান্ট পরিহিত ছিলেন। আহত মুরাদ যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আমুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোরের ধলগা-বসুন্দিয়া বাইপাস সড়কের কাবিলপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল জানান, বাঘারপাড়া থেকে মোটরসাইকেলে মুরাদ বাড়ি ফিরছিলেন। কাবিলপুর এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে দুজনই গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মুরাদ মাথায় আঘাত পেয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাঘারপাড়া থানার ওসি জসীম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে। এ দিকে, মণিরামপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। যশোর-চুকনগর সড়কের মোহনপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে এসে স্বজনরা নিহতের মরদেহ শনাক্ত করেন।

নিহতের নাম হাতেম আলী। তিনি উপজেলার কাশিপুর গ্রামের মৃত জামির আলী গাজীর ছেলে।

নিউজওয়ান২৪/ইরু