টুইটার নিয়ে এলো নতুন সেবা
বিজ্ঞান ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার
মাইক্রোব্লগিং সাইট টুইটার নতুন একটি টুল সংযুক্ত করা হয়েছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারী তার নিউজ ফিড নিয়ন্ত্রণ করতে পারবেন।
মূলত অপব্যবহার ঠেকাতে টুইটারের এই টুল সংযোজন করা হয়েছে। কারো প্রোফাইল যদি ছবি না থাকে বা কোনো তথ্য দেয়া না থাকে, তা হলে ব্যবহারকারী চাইলে সেই প্রোফাইল থেকে করা পোস্ট সীমিত করে দিতে পারবেন।
টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, অপব্যবহারকারীরাই সাধারণত এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। তাই টুইটারের এই নতুন উদ্যোগ নেয়া হয়েছে।
টুইটারের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট এড হো তার এক ব্লগ পোস্টে বলেন, “যেহেতু এই টুলগুলো নতুন তাই প্রথম অবস্থায় কিছু ভুল হয়ে থাকতে পারে। তবে, আমরা প্রতিদিনই এই টুলগুলোকে উন্নত করে যাচ্ছি”।
এ বছরের বছরের ফেব্রুয়ারি মাস থেকে আপডেট করা হচ্ছে টুইটার। এর আওতায় ধারাবাহিকভাবে কিছু পরিবর্তন আসবে টুইটারে।
এসব কারণে নতুন অ্যাকাউন্ট খুলতে কষ্টকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউজওয়ান২৪.কম