NewsOne24

পঞ্চগড় সীমান্তে সন্দেহজনক ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় সংবাদদাতা

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

আটক পঙ্কজ কুমার               ছবি: সংবাদদাতা

আটক পঙ্কজ কুমার ছবি: সংবাদদাতা

পঞ্চগড় সীমান্তে পঙ্কজ কুমার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। জেলার সদর উপজেলার জোতদারপাড়া সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার সকালে সন্দেজনকভাবে ঘোরাঘুরি করায় বিজিবি তাকে আটক করে। পরে সন্ধ্যায় বিজিবি তাকে পঞ্চগড় থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক পঙ্কজের বাড়ি দার্জিলিং জেলার শিলিগুড়ি চোপরামারী এলাকার গুয়াবাড়ী গ্রামে। সে ওই গ্রামের বাপ্পী কুমারের ছেলে। 

পুলিশ জানায়, জেলার সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া সীমান্তের হাফেজিয়াপাড়া এলাকার মেইন পিলার ৪১২ এর ৫ সাব পিলার এলাকায় পঙ্কজ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এসময় বিজিবি’র জোতদারপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মুসলিমউদ্দিনসহ অন্যান্য সদস্যরা তাকে আটক করে। তার কাছ থেকে দশ রুপির ২টি নোট ও ব্যবহৃত কিছু কাপড়সহ একটি উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদ শেষে তাকে সন্ধ্যায় পঞ্চগড় থানা পুলিশে সোপর্দ করে বিজিবি। 

পঞ্চগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহমেদ ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজওয়ান২৪.কম/আরকে