গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায়কে ভারতে যেতে বাধা
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৩:২২ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ভারত যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় নভোএয়ারের একটি নিয়মিত ফ্লাইটে তার ভারতে যাওয়ার কথা ছিল।
বেলা ১২টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর যান তিনি। কিন্তু ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়।
নিপুন রায় গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত সফরে স্বামী ও সন্তান নিয়ে ভারতের কলকাতায় চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকা ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। কিন্তু, আমাকে মামলার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।
প্রসঙ্গত, নিপুর রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। এর আগে গত ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে বাধা দেওয়া হয়। দুই দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল তার।
নিউজওয়ান২৪/ইরু