মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া জেলেরা ফিরেছে টেকনাফে
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) কর্তক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি চার জেলে এক দিন পর ফিরে এসেছে। বুধবার রাতে শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া পয়েন্ট দিয়ে ট্রলারসহ তারা ফিরে আসে।
জানা গেছে, ফিরে আসা তিনজন টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা ও মোহাম্মদ হাসান নামে ব্যক্তি পুরনো রোহিঙ্গা। ওই জেলেরা হচ্ছে আজিম উল্লাহ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। ট্রলার মালিক আমান উল্লাহ জানান, নাফনদী থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া জেলেদের ছাড়তে মুক্তিপণ দাবি করেছিল বিজিপির এক রোহিঙ্গা দালাল।
উল্লেখ্য মঙ্গলবার ভোরে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহর মালিকাধীন একটি ট্রলারে করে চার জেলে নাফনদীতে মাছ ধরতে যায়। সকালে একটি স্পিড বোট যোগে এসে বিজিপি সদস্যরা বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়।
নিউজওয়ান২৪/ইরু