NewsOne24

বাংলাদেশের প্রতিপক্ষ লাওস

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্বে লাওসকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। বুধবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে লটারির মাধ্যমে ফিফা র‌্যাঙ্কিংয়ের এশিয়ার সবচেয়ে নিচের ১২ দেশের ভাগ্য নির্ধারিত হয়েছে।

লটারিতে বাংলাদেশ এবং লাওস ছাড়াও ছিল মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, ভুটান, মঙ্গোলিয়া, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলংকা। আগামী জুনের ৬ তারিখ বাছাইয়ের প্রথম লেগ এবং ১১ জুন দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে।

ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১ নম্বরে। যার অর্থ নিচের ১২ দেশের মধ্যে ৭ নম্বরে। তাই সর্বশেষ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বেই খেলতে হবে বাংলাদেশকে।

এতে করে অনুমিতই ছিল যে প্রথম ৬ নম্বরে থাকা মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়ার মধ্যে যে কোনো দেশের একটিকে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে।

এশিয়ার নিচের ১২টি দেশকে দুই পটে বিভক্ত করে এই ড্র অনুষ্ঠিত হয়। পট এ'' তে ছিল মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়া। এছাড়া পট 'বি' তে ছিল বাংলাদেশ, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলংকা।

ড্র অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুটি পট থেকে থেকে দুটি দেশের নাম ওঠানো হয়। লটারিতে প্রতিপক্ষ হিসেবে পাওয়া দলগুলো হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে দুটি ম্যাচ খেলবে।

এরপর প্রথম পর্বে জয়ী ৬টি দেশ খেলবে দ্বিতীয় রাউন্ডে। তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে এশিয়া অঞ্চলের প্রথম ৩৪টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে।

এক নজরে বিশ্বকাপ বাছাইয়ে লটারির ফলাফল : লাওস-বাংলাদেশ, মালয়েশিয়া-তিমুর, ম্যাকাও-শ্রীলঙ্কা, ভুটান-গুয়াম, কম্বোডিয়া-পাকিস্তান, মঙ্গোলিয়া-ব্রুনেই।

নিউজওয়ান২৪/ইরু