ভারতে দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:১১ এএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

ফাইল ফটো
আগামী ১৮ এপ্রিল ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। মঙ্গলবার সন্ধ্যায় ছয়টায় এই দফার নির্বাচনী প্রচারণা শেষ হয়।
এই দফায় ভারতজুড়ে ১৩ টি রাজ্যের ৯৭ টি লোকসভা কেন্দ্রে ভোট নেয়া হবে।
এর মধ্যে রয়েছে তামিলনাড়ু (৩৯), কর্নাটক (১৪), মহারাষ্ট্র (১০), উত্তর প্রদেশ (০৮), ওড়িষ্যা (৫), অসম (৫), বিহার (৫), পশ্চিমবঙ্গ (৩), ছত্তিশগড় (৩), জম্মু-কাশ্মীর (২), পডুচেরি (১), ত্রিপুরা (১), মনিপুর (১) টি আসন।
এ দফায় ভারতজুড়ে ১৫ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ কোটি ২ লাখ ৬০ হাজার ৮১৫ জন, নারী ভোটার ৭ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৫৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১১ হাজার ১৩৬ জন। ভাগ্য নির্ধারণ হবে ১৬২৯ জন প্রার্থীর। মোট ভোট গ্রহণ কেন্দ্র (পোলিং বুথ) থাকবে ১ লাখ ৮১ হাজার টি। সকাল সাতটা থেকে শুরু হবে নির্বাচন, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
প্রথম দফায় ভারতে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে দুই জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। গোটা দেশেই আহত হয় প্রায় ১০ জনের মতো। এছাড়াও ইভিএম বিকল হওয়াকে কেন্দ্র করেও একাধিক ছোট-খাটো ঘটনা ঘটে। তাই সেইসব ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তা ঠেকাতে নির্বাচন কমিশন আরো সতর্কতা অবলম্বন করেছে।
দ্বিতীয় দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জনতা দল (সেকুলার) নেতা এইচ.ডি.দেবগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সদানন্দ দেবগৌড়া, সাবেক মন্ত্রী কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি, ডিএমকে নেত্রী কানিমোঝি, সাবেক মন্ত্রী ডিএমকে প্রার্থী এ.রাজা, সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরের পুত্র কংগ্রেস প্রার্থী কার্তি চিদাম্বরম, কংগ্রেসের সুস্মিতা দেব, ডিএমকে প্রার্থী দয়ানিধি মারান, বিজেপির জিতেন্দ্র সিং, বিজেপির হেমা মালিনী, কংগ্রেসের তারিক আনওয়ার, পিএমকে প্রার্থী আম্বুমানি রামাদোস প্রমুখ।
দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ-এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট নেয়া হবে। তিনটি কেন্দ্রেই এবার চতুমুর্খী লড়াই হতে চলেছে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় দিনভর প্রচারণায় ঝড় তুলেছেন ডান-বাম সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই। কেউ রোড শো-কেউ মাইলের পর মাইল হেঁটে ভোটারদের মন কাড়ার চেষ্টা করেছেন। তেমনি নিজেদের দলের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানির্জর মতো নেতা-নেত্রীরা প্রচারণা সেরে গেছেন।
জলপাইগুড়ি কেন্দ্র- তৃণমূল প্রার্থী-বিনয় চন্দ্র বর্মণ, বিজেপির জয়ন্ত কুমার রায়, কংগ্রেসের মণি কুমার দার্নেল এবং সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়।
দার্জিলিং কেন্দ্র- তৃণমূলের অমর সিং রাই, বিজেপির রাজু বিস্ত, কংগ্রেসের শঙ্কর মালাকার এবং সিপিআইএম-এর প্রার্থী সমন পাঠক।
রায়গঞ্জ কেন্দ্র- তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, বিজেপির দেবশ্রী চৌধুরী, কংগ্রেসের দীপা দাসমুন্সি এবং সিপিআইএম-এর প্রার্থী মহম্মদ সেলিম।
তিন কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪৯,৩২,৩৪৬ জন। মোট প্রার্থীর সংখ্যা ৩৭ জন।
ভারতে এবার মোট ৭ দফায় (১১, ১৮, ২৩, ২৯ এপ্রিল এবং ৬, ১২, ১৯ মে) ৫৪৩ টি আসনের জন্য ভোট নেয়া হবে। এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটির মতো। নতুন ভোটারের সংখ্যা প্রায় ১.৬০ কোটি। গণনা আগামী ২৩ মে।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি