আল-আকসা মসজিদেও আগুন
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১০:০১ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

উইরোপের প্যারিসে ক্যাথলিক খ্রিস্টানদের এতিহ্যবাহী গির্জা নটরডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময়ে মধ্যপ্রাচ্যে মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান ও প্রথম কেবলা আল-আকসা মসজিদেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে সাড়ে আট শ বছরের প্রাচীন নটর ডেম ক্যাথেড্রালে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; ঠিক সেই সময়ই আল-আকসা মসজিদ ভবনেও আগুন লাগে।
আজ (মঙ্গলবার) আল-আকসা মসজিদের আগুনের একটি ভিডিওর বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজউইকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে, রাশিয়া ট্যুডে ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা দ্য প্যালেস্টাইন নিউজ অ্যাজেন্সির সূত্রে জানায়, আল-আকসার ছাদের মারওয়ানির নামাজ ঘরের একটি নিরাপত্তা কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরে ইসলামিক ওয়াকফ ফায়ার ব্রিগেডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মসজিদের অগ্নিকাণ্ডের একটি ভিডিওতে দেখা যায়, মারওয়ানির নামাজ ঘরের ওপরে ধোঁয়া উড়ছে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় এই স্থাপনা ঘিরে দীর্ঘদিন ধরে আরব-ইসরায়েল সংঘাত চলে আসছে।
তবে আল-আকসায় লাগা আগুনের কারণ এখনো জানা যায়নি। জেরুজালেম ওয়াকফ ও আল-আকসা মসজিদ কল্যাণ বিভাগের মহাপরিচালক শেইখ আল-খতিব বলেছেন, শিশুরা সেখানে আগুন দিয়ে থাকতে পারে। কারণ ওই সময় ঘটনাস্থলে শিশুদের খেলাধুলা করতে দেখা গেছে।
ঘটনাটি নাশকতা কি না তা জানা না গেলেও পবিত্র এই স্থাপনাকে নাশকতার লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি পবিত্র এই স্থাপনার মহান ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান সবাইকে।
উল্লেখ্য, একই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যযুগীয় নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৮৫০ বছরের প্রাচীন এই গির্জাটি কয়েক ঘণ্টার আগুনে প্রায় পুরোটাই ধসে গেছে। ভবনটিকে রক্ষার
স্থানীয় সময় সোমবার সাড়ে ছয়টার দিকে গির্জাটিতে আগুন লাগার পর দ্রুত তা ছাদে ছড়িয়ে পড়ে। ভবনের ছাদে যখন আগুন জ্বলতে থাকে এবং জানালা ধ্বংস হতে থাকে; তখন প্রকট শব্দ শোনা যায়। উঁচু মিনার খসে পড়ার আগে ভয়াবহ আগুনে কাঠের তৈরি কাঠামো ধংস হয়। পাঁচ শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী টানা চেষ্টা চালিয়ে মঙ্গলবার সকালের দিকে এই গির্জার আগুন নিয়ন্ত্রণে আনেন।
অপরদিকে, পূর্ব জেরজালেমের ওল্ড সিটিতে অবস্থিত আল-আকসা মসজিদ। ১৯৬৭ সালে এক যুদ্ধের পর জর্ডানের কাছে থেকে এর কর্তৃত্ব ছিনিয়ে নেয় ইসরায়েল। ১৯৮০ সালে অভিযান চালিয়ে পুরো জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল; তবে পবিত্র এই স্থাপনার দেখাশোনার অধিকার পায় জর্ডানের রাজপরিবার।