দেশে ফিরছেন সাকিব
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন সাকিব আল হাসান। ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলে ফেলেছে হায়দরাবাদ। তবে এখন পর্যন্ত এক ম্যাচের বেশি খেলা হয়নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। প্রথম ম্যাচ খেলেই দল থেকে বাদ পড়েন এই বাঁহাতি বিশ্ব সেরা অলরাউন্ডার। এরপর সাইড বেঞ্চেই বসে থাকতে হয় তাকে।
এবারের আইপিএলে টানা ছয় ম্যাচ সাকিব সুযোগ পাবেন কি না তা অনিশ্চিত। তবে আসন্ন বিশ্বকাপ এবং আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আগামী ২২ এপ্রিল প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগেই দেশে ফিরে আসতে হবে দেশসেরা অলরাউন্ডারকে।
সোমবার(১৫ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ২২ এপ্রিল ক্যাম্প শুরু হচ্ছে। তার আগেই সাকিবকে চিঠি পাঠাতে বলেছি। যত দ্রুত সম্ভব চিঠিটা পাঠাতে হবে। দেখা যাক সে কী জবাব দেয়!
বিসিবি সভাপতি আরও বলেন, যেহেতু ২২ তারিখ থেকে ক্যাম্প শুরু হচ্ছে, তাই তাকে চিঠি দেওয়া দরকার। তাহলে সে ক্যাম্পে যোগ দিতে পারবে। এক সপ্তাহের ক্যাম্প শেষে ৩০ এপ্রিল ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
নিউজওয়ান২৪/ইরু