অবাক করা অদ্ভূত মৃত্যুর গল্প!
ইত্যাদি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

ভাবছেন অবাক করা মৃত্যু গল্প আবার কেমন কথা? তবে ইতিহাসে এমন কিছু মৃত্যুর ঘটনা আছে যা আসলেই অদ্ভূত, অতিপ্রাকৃত ও অলৌকিক। আসুন জেনে নেই এমন কিছু অলৌকিক মৃত্যুর ঘটনা..
ফ্র্যন্সিস বেকন
বেকন ষোড়শ শতাব্দীর দার্শনিক, লেখক ও বিজ্ঞানী ছিলেন। ১৬২৫ সালে বেকন মাংস প্রিজার্ভ করার পদ্ধতি আবিষ্কার করতে মুরগীর উপর চালায় এক পরীক্ষা। পরীক্ষার জন্য তুষারপাতের ঝড়ের মাঝে মুরগী জমে কিনা দেখতে গিয়ে মুরগী সাথে তিনি নিজেই বরফে জমে মারা যান।
জেরোমি আরভিং রোডেইল
অর্গানিক মুড মুভমেন্টের একজন প্রধান উদ্যোক্তা এবং রোডেইল প্রেসের প্রতিষ্ঠাতা রোডেইল। ১৯৭১ সালে ৭২ বছর বয়সে, এক টিভি শো’র ইন্টারভিউতে অর্গানিক ফুডসের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে, তিনি ঘোষণা করেছিলেন তিনি ১০০ বছর বাঁচবেন। কিন্তু ঐ শো রেকর্ডিং এর সময়ই হার্ট এট্যক করে তিনি মারা যান।
স্টিভ ইরউইন
কুমির শিকারী স্টিভ ছিলেল দূর্দান্ত সাহসী। যে কোন ভয়াবহ পরিস্থিতিতে ঝাঁপিয়ে পরতেন তিনি। তবে ২০০৬ সালে এক ডকুমেন্টরি তৈরি করতে গিয়ে এক নিরীহ স্টিনগ্রে বার্ব মাছের লেজের কাঁটার আঘাতে মারা যান তিনি। কাঁটা তার হৃদযন্ত্র ফুঁটো করে দিয়েছিল।
এলিয়েজার ম্যাকাবিয়াস
সিরিয়ার শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ সৈনিক ছিলেন এলিয়েজার ম্যাকাবিয়াস। যুদ্ধের সময় বিরোধী রাজাকে হাতির উপর থেকে নামাতে ম্যাকাবিয়াস বর্ম দিয়ে রাজার হাতিকেই আক্রমণ করেন। হাতি মাটিতে লুটিয়ে পরলেও তা ম্যাকাবিয়াসের উপরেই পরে। ফলে হাতির নিচে চাপা পড়ে মারা যান তিনি।
কেনজি উরাদা
৩২ বছর বয়সী কেনজি ভাঙ্গা রোবট মেরামত করত। একদিন মেরামতের পর তিনি রোবট বন্ধ করতে ভুলে যান। তখন রোবটটি হঠাৎ চালু হয়ে কানজিকে গ্রিন্ডিং মেশিনে ফেলে দেয়, যার ফলে নিজের মেরামত করা রোবটের হাতেই মারা পড়েন কেনজি।
জর্জ রিচমান
রিচম্যান ছিলেন একজন জার্মান ডাক্তার ও বিজ্ঞানী। ১৭৫৩ সালে এক সভায় থাকাকালীন তিনি বজ্রপাতের শব্দ শুনতে পায়। প্রথমবারের মত বজ্রপাত কাছ থেকে দেখার আশায় নিজের বানানো উড্ডয়ন যন্ত্র নিয়ে আকাশে ওড়েন রিচমান। তখনই মাথায় বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।
নিউজওয়ান২৪.কম