NewsOne24

বগুড়ায় বাড়ি ফেরার পথে বিএনপি নেতা খুন

বগুড়া সংবাদদাতা

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

অ্যাডভোকেট মাহবুল আলম শাহীন                      -ফাইল ফটো

অ্যাডভোকেট মাহবুল আলম শাহীন -ফাইল ফটো

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুল আলম শাহীন (৫৫) খুন হয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল (রবিবার) রাতে বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকায় বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হন শাহীন। রাত ১১টার দিকে শহরের নিশিন্দারার হাউজিং এস্টেট এলাকার একটি জিম (শরীর চর্চা কেন্দ্র) থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ৪-৫জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে শাহীন আগেই মারা গেছেন।

জেলা পুলিশ সুপার আলী আশরাফসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে লাশ দেখতে যান। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের জানান, শাহীনকে কারা, কেন হত্যা করেছে- তা এখনও জানা যায়নি। 

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিউজওয়ান২৪.কম/এলএন