NewsOne24

সুদানের মসনদ হজম হলো না ইবনে আউফের!

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

আওয়াদ ইবনে আউফ ছিলেন সুদানের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান    -ফাইল ফটো

আওয়াদ ইবনে আউফ ছিলেন সুদানের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান -ফাইল ফটো

সুদানে সরকার পতনের আন্দোলনে নামা বিক্ষোভকারীদের রোষের মুখে ক্ষমতাচ্যুত হন টানা ৩০ বছর দেশ শাসন করা প্রেসিডেন্ট ওমর আল-বশির। কিন্তু তার স্থলে ক্ষমতা গ্রহণের একদিন পরেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আওয়াদ ইবনে আউফ। সুদান সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেল রাহমান বুরহানকে তার উত্তরসূরি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় পদত্যাগের ঘোষণা দেন সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে আউফ। ক্ষমতা থেকে বশিরের প্রস্থানের পর গঠিত নয়া অস্থায়ী সরকারের নেতৃত্বে থাকা আওয়াদ ইবনে আউফ জানিয়েছিলেন, দুই বছরের মধ্যে দেশের সংবিধানে পরিবর্তন আনা হবে। 

কিন্তু এই সামরিক পরিষদকে আগের সরকারেরই অংশ হিসেবে অভিযুক্ত করে বিক্ষোভ শুরু হয়। তাই ক্ষমতায় বশির না থাকলেও বিক্ষোভকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানায়।

সামরিক কাউন্সিলের প্রধান এই আওয়াদ ইবনে আউফ ব্সাতবে বশিরের-ই লোক দাবি করে বিক্ষোভকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানানোর পর তিনি পদত্যাগে বাধ্য হন। এ অবস্থায় দেশটির সেনাবাহিনী দাবি করছে, তারা ক্ষমতায় থাকতে চায় না এবং সুদানের ভবিষ্যৎ নির্ধারিত হবে আন্দোলনকারীদের সিদ্ধান্ত অনুযায়ী।

দারফুর সংঘাতের সময় ইবন আউফ ছিলেন সুদানের সামরিক গোয়েন্দা প্রধান। দারফুর যুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত করা হয়েছে। পশ্চিম সুদানের দারফুরে ২০০৩ সাল থেকে শুরু হয় সংঘাত। ২০০৪ সালে জাতিসংঘ ওই এলাকাকে দুনিয়ার কঠিনতম মানবিক সংকটপূর্ণ এলাকার একটি বলে ঘোষণা করে। 

সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) এবং জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট (জেইএম) নামের দুই গেরিলা গোষ্ঠী অধিকার বঞ্চনার ক্ষোভ নিয়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই সংঘাতের ধারাবাহিকতায় দারফুরে সংঘটিত গণহত্যা যাবে বলা হয় একবিংশ শতাব্দীর প্রথম গণহত্যা। দারফুরের বাসিন্দা নারী পুরুষ ও শিশুরা পরিকল্পিত গণহত্যার শিকার হয়।   

উল্লেখ্য, ১৯৮৯ সালে সুদানের ক্ষমতায় আসেন বশির। তারপর থেকে গত ৩০ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করছেন তিনি। গত ডিসেম্বরে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। বিক্ষোভ ক্রমান্বয়ে প্রেসিডেন্টের পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। আন্দোলন চলার সময় অন্তত ৩৮ বিক্ষোভকারী নিহত হয়েছিল।
 
নিউজওয়ান২৪.কম/আরকে