দেশের স্বার্থে সারা জীবন রাজনীতির মাঠেই থাকব
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সবাইকে নিয়েই আমরা রাজনীতি করব। দেশের স্বার্থে সারা জীবন রাজনীতির মাঠেই থাকব।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের অফিসে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে তিনি এ আহ্বান জানান।
এ সময় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যতদিন বেঁচে আছেন তিনিই আমাদের নেতা উল্লেখ করে জিএম কাদের বলেন, কিন্তু উত্তরাঞ্চলের মানুষ মনে করেন হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির নেতৃত্ব এরশাদের পরিবার এবং রংপুর থেকেই হতে হবে। দেশের মানুষ ও পার্টির নেতাকর্মীরাও এমন নেতৃত্বই আশা করেন।
ঐতিহাসিকভাবেই নেতৃত্বে রক্তের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়ে জাপার কো-চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চলের মানুষ মনে করে জাতীয় পার্টি তাদের পক্ষের সবচেয়ে সোচ্চার রাজনৈতিক মঞ্চ। আর হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে অবহেলিত উত্তরাঞ্চলে যে উন্নয়ন হয়েছে তা কৃতজ্ঞচিত্তেই মনে রেখেছে।
জাতীয় পার্টির এ নেতা আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের বংশ পরম্পরায় জাতীয় পার্টির নেতৃত্ব আশা করেন তারা। কারণ, উত্তরাঞ্চলের মানুষের একমাত্র ভরসার জায়গা হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ভালোমন্দের সাথে তাদের জীবন জড়িত। তাই উত্তরাঞ্চলের মানুষ চায় জাতীয় পাটির নেতৃত্ব উত্তরবঙ্গ থেকেই আসুক। তিনি বলেন, অবশ্যই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের স্বার্থেই জাতীয় পার্টি বেঁচে থাকবে। কারণ, জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের ইতিবাচক রাজনীতির নিয়ামক শক্তি।
নিউজওয়ান২৪/ইরু