ক্ষমতা হারালেন সুদানের প্রেসিডেন্ট
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি
রুটির দাম বাড়ানোর প্রতিবাদে ব্যাপক জন-বিক্ষোভের পর সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে দ্বায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। অবসান হলো তার ৩০ বছরের শাসনের। বশিরকে গৃহবন্দী করা হয়েছে। সরকারি ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, আল-জাজিরা।
এর আগে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেয়া হবে।’ রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে একথা বলা হয়েছে।
তবে বশিরকে সরিয়ে দেয়ার খবর এলেও আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি সেনাবাহিনী। বিক্ষোভকারীরা বলছে, বশির-পরবর্তীকালে তারা সেনা শাসন মেনে নেবেন না।
সরকারিভাবে রুটির দাম বাড়ানোর পর গেল বছরের ডিসেম্বরে বশিরের বিপক্ষে প্রথম বিক্ষোভ শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত এই বিক্ষোবে ৪৯ জন নিহত হয়েছেন।
ছয় দিন আগে বশিরের পদত্যাগের দাবিতে নতুন করে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী খার্তুমে জড়ো হন। তারা সেনা সদরদপ্তরের বাইরে বিক্ষোভ করে সামরিক হস্তক্ষেপের দাবি জানান। ওই সদর দপ্তরের ভেতরেই বশিরের দাপ্তরিক বাসভবন।
আরও পড়ুনঃ মসজিদের সিঁড়িতেই মনিরকে খুন করেন মাদ্রাসার অধ্যক্ষ
রবিবার খারতৌমে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে কাঁদানে গ্যাস ও উন্মুক্তভাবে গুলি ছুড়লে তাদের পিছু হটতে বাধ্য করে সেনারা। বিক্ষোভকারীরা পরবর্তীতে নৌবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নেয়।
১৯৮৯ সালে এক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট ওমর আল-বশির। দীর্ঘ ৩০ বছর ধরে একটানা ক্ষমতা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে।
নিউজওয়ান২৪/ইরু