NewsOne24

ম্যানইউকে তাদের মাঠেই হারাতে পেরেছে বার্সা

খেলা ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ইংলিশ ফুটবল পাওয়ার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে অবশেষে জয় খরা কাটলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে ইংলিশ ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল। 

ম্যানইউর নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে এর আগে স্বাগতিকদের সঙ্গে আগের চারবারের দেখায় দুবার হেরেছিল বার্সেলোনা, অন্য দুবার হয় ড্র। অর্থাৎ জয়ের মুখ দেখেনি কাতালান ক্লাবটি। তবে বুধবার রাতে শেষ তক এখানে ম্যান ইউর বিপক্ষে জয়ের দেখা পেল বার্সা।

শুরুতে রক্ষণাত্মক ফুটবল খেললেও বেশিক্ষণ নিজেদের জাল অক্ষত রাখতে রাখতে পারেনি স্বাগতিকরা। বার্সার আক্রমণের চাপ সামলাতে গিয়ে ১২ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা।

সহযোগী খেলোয়াড়ের উঁচু করে বাড়ানো বলটি প্রতিপক্ষের অফসাইড ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন ডি-বক্সে। এরপর চিপ শটে ডান দিকে লুইস সুয়ারেসের দিকে এগিয়ে দেনমেসি। উরুগুয়ের এই স্ট্রাইকার চোখের পলকে হেড করেন গোল বার লক্ষ্য করে। তবে বলটি ম্যান ইউ ডিফেন্ডার লুক শ’র গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। এসময় অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান, তবে ভিএআর মনিটরে দেখা যায় লাইন্সম্যান বেঠিক ছিলেন। ফলে গোলের বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ৩১ তম মিনিটে ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের ট্যাকলে নাকে আঘাত পান লিওনেল মেসি। রক্ত পড়তে দেখা যায় বার্সা অধিনায়কের নাক থেকে। তবে সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা সেবা নিয়ে ফের আসেন তিনি।

গোল হজমের পর নিজেদের পাল্টা আক্রমণে মনোযোগ দেয় ইংলিশ চ্যাম্পিয়নরা। কিন্তু তাতে আর কোনো ফল দেখা দেয়নি। উল্টো ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান ফিলিপে কৌতিনিয়ো। তবে ডি-বক্সে অরক্ষিত ব্রাজিলিয়ান মিডফিল্ডারের নেওয়া শট গোলরক্ষক দাভিদ দে হেয়া পায়ের মাধ্যমে রক্ষা করেন।

শেষ দিকে মরিয়া হয়ে উঠেও উলে গুনার সুলশারের দল গোল শোধ দিতে পারেনি। ফলে ম্যাচ শেষ হয় ১-০ ব্যবধানেই।

আগামী মঙ্গলবার বার্সেলোনার নিজ মাঠ ন্যু ক্যাম্পে হবে ফিরতি পর্ব। সেখানে ড্র করলেই শেষ চারের টিকেট পেয়ে যাবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সা।
নিউজওয়ান২৪.কম/এলএন