মোদির জীবনী নিয়ে সিনেমা ও মোদি টিভির ওপর নিষেধাজ্ঞা
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:২২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

বুধবার ভারতের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদির বায়ো-পিক (জীবনী নির্ভর চলচ্চিত্র) 'মোদি'র মুক্তি নিষিদ্ধ করেছে। একই সাথে, নমো (নরেন্দ্র মোদি) টিভির সম্প্রচারও লোকসভা নির্বাচন চলা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের এক সিনিয়র কর্মকর্তা এ নির্দেশনার কথা জানান জাগরন.কমকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে নির্মিত সিনেমার মতো তার নামের টিভি চ্যানেল নমো টিভির (ষৃমগ ঠর) সম্প্রচারও বন্ধ থাকবে।
অপরদিকে, একইদিন নরেন্দ্র মোদির টিভি চ্যানেল বিষয়ে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মোদির পক্ষের আবেদনের শুনানি করতে অস্বীকার করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
আগামীকাল (বৃহস্পতিবার) ভারত জুড়ে শুরু হতে যাচ্ছে উৎসবমুখর লোকসভা নির্বাচন।
উল্লেখ্যযোগ্য বিষয় হলো, মোদির চলচ্চিত্রটি রিলিজের ঠিক একদিন আগে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাটি এল।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, কোনো চলচ্চিত্র যা কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের প্রভাবক হিসেবে কাজ করে তা (নির্বাচন চলাকালে) ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা উচিৎ নয়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভারতের লোকসভা নির্বাচন ২০১৯-এর প্রথম ভাগে দেশটির ২০টি রাজ্যের ৯১টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার সাধারণ নির্বাচনে সাত ধাপে মোট ৫৪৩ আসনে লড়বেন প্রার্থীরা। সরকার গড়তে যেকোনো দল বা জোটকে ২৭২ আসন পেতে হবে। এদিকে, নির্বাচন শুরুর দুইদিন আগে করা চারটি জরিপের ফলাফলে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের নির্বাচনে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে।
নিউজওয়ান২৪.কম/আরকে