সেন্টমার্টিনে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ৮
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

ফাইল ছবি
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি ঘটনায় আটজন জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বুধবার ভোররাতে বৈরী আবহাওয়া সত্বেও তারা সাগরে নামলে দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন তাদের স্বজরা। তারা জানান, সাগরের উত্তাল ঢেউয়ের আছড়ে পড়ে তিনটি ট্রলার ডুবে গেছে।
ট্রলার মালিকরা জানান, নিখোঁজ ৮জেলেকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। টেকনাফ শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার বদিউল আলম ও কবির আহমদের মালিকানাধীন ট্রলার সমুদ্রে মাছ শিকার করতে যায়। ওসময় সাগরে উত্তাল ঢেউয়ে পড়ে তিনটি ট্রলার ডুবে যায়। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ফয়েজুল ইসলাম মন্ডল জানান, এ ব্যাপারে কেউ আমাদের জানায়নি। তারপরও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।