NewsOne24

এবার সূর্যের কাছে যাচ্ছে মহাকাশযান

বিজ্ঞান ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১ মার্চ ২০১৭ বুধবার

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ন’কোটি মাইল। তাতেই তার তাপের চোটে নাজেহাল অবস্থা। ভাবুন তো একবার, যেখানে চোখ তুলে তাকানো কঠিন সেখানে চলছে সূর্যের কাছে ঘেঁষার পরিকল্পনা! এমন দুঃসাহসটি দেখাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করে ২০১৮তে সূর্যের কাছে একটি রোবটিক মহাকাশ যান পাঠাবে নাসা। যদি তাদের এই পরিকল্পনা সফল হয়, তা হলে এই প্রথম সূর্যের এত কাছে মানুষের তৈরি কোনও জিনিস গিয়ে পৌঁছাবে। পরিকল্পনা অনুযায়ী, সূর্যের প্রায় ৪০ লক্ষ মাইল দূর থেকে “সোলার প্রোব প্লাস” নামের রোবটিক মহাকাশযানটি প্রদক্ষিণ করবে। সূর্যের এত কাছে গিয়ে তেজে ঝলসে যাবার প্রশ্নে নাসার জবাব ছিল, প্রায় ১৪০০ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে সোলার প্রোব প্লাসের। তাই ঝলসে যাবার সম্ভাবনা নেই।

নাসার দাবি, মহাকাশের আবহাওয়া বুঝতে সাহায্য করবে এই যান। সৌরঝড়ের কারণে মহাকাশে তথ্য পাঠানোর কাজ ব্যহত হলে কোটি কোটি ডলার ক্ষতি হয়। কিন্তু এই যান সৌরঝড়ের পূর্বাভাস দিতে পারবে আগে থেকেই। এ ছাড়াও সৌরঝড় কীভাবে তৈরি হয় এবং আগাম বিপদ বুঝতেও সাহায্য করবে এই যানটি।

আগামী বছরে জুলাই-আগস্ট মাস নাগাদ এই মহাকাশযানটি পাঠানো হবে বলে নাসা সূত্র জানিয়েছে। তার পরের প্রায় ৬ বছর ১১ মাস ধরে সেটি সূর্যের চার দিকে প্রদক্ষিণ করে নানা তথ্য পাঠাবে।

বিজ্ঞানীরা বলছেন, এই গবেষণার মাধ্যমে সূর্যের চরিত্র নিয়ে আরও নতুন তথ্য উঠে আসার ব্যাপারে তাঁরা আশাবাদী।

নিউজওয়ান২৪.কম