বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সি
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
ফুটবলে যেমন হলুদ জার্সির জয়জয়কার। তেমনি ক্রিকেটেও। ফুটবলে অবশ্য সেই হলুদ জার্সির ব্রাজিলের দাপট কমে গেছে। বিশ্বকাপ কিংবা বৈশ্বিক আসরে দুর্দান্ত দল নিয়েও পেলেদের সময়কার সেই হলুদ জার্সির মান তারা ঠিকঠাক রাখতে পারছে না। তবে ক্রিকেটে হলুদ জার্সির অস্ট্রেলিয়া এখনও দুর্দান্ত।
হলুদ জার্সির ব্রাজিল ফুটবলে সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। ক্রিকেটেও হলুদ জার্সির অস্ট্রেলিয়া শিরোপা ঘরে তুলেছে পাঁচবার। এমনকি সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নও তারা। ইংল্যান্ড বিশ্বকাপে তাই অস্ট্রেলিয়ার কাছে ভক্তদের আশা আকাশ চুম্বি।
ইংল্যান্ড বিশ্বকাপে আবার স্মিথ-ওয়ার্নারের জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনা জোরালো। সবমিলিয়ে ফেবারিট দল অস্ট্রেলিয়া। আগামী বিশ্বকাপের আসরকে সামনে রেখে তাই অজিরা উন্মোচন করেছে তাদের বিশ্বকাপ জার্সি। হলুদের সঙ্গে সবুজের মিশেলে করা নতুন এই অস্ট্রেলিয়ার জার্সি ভালোই দেখাচ্ছে বলতে হবে।
অস্ট্রেলিয়ার হার্ডহিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের গায়ে ওই জার্সি লাগিয়ে প্রকাশ করেছে দেশটি। টুইটে লিখেছে, 'বিশ্বসেরাদের জার্সির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের বিশ্বকাপ দিনগণনা শুরু হলো। অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ দল এখনও ঘোষণা করেনি। তবে ইনজুরি কাটিয়ে ফেরা হ্যাজলউডের ওই দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তাকে ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী অ্যাসেজের প্রস্তুতি নিতে বলেছে বলে জানা গেছে।
নিউজওয়ান২৪/ইরু