NewsOne24

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝড়ো বাতাস শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইনচার্জ আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে।

এদিকে ফেরি ঘাট সূত্র জানায়, ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও বাতাসের বেগ বাড়লে যেকোনো সময় বন্ধ রাখা হতে পারে ফেরি চলাচল।