৮ ঘণ্টা পর কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:২৭ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) আরএন টেক্সটাইল মিলে লাগা আগুন ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আজ মঙ্গলবার ভোরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা ইপিজেডের সিনিয়র কাউন্সিলর সোহেল আহমেদ জানান, শুরুতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরো সাতটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ব্যাপক মালামালের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
নিউজওয়ান২৪/ইরু