মোদিকে মুসলমানদের খুনি বলে মামলা খেলেন আজম খান
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:০৬ এএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

নিজের বোলচালের জন্য সবসময়ে আলোচনায় থাকেন সমাজবাদী পার্টি নেতা আজম খান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজস্থান গভর্নর কল্যাণ সিংয়ের বিরুদ্ধে মন্তব্যের পর সমাজবাদী পার্টির নেতা আজম খান বেশ ঝামেলায়ই পড়ে গেছেন মনে হচ্ছে।
আজম খান প্রধানমন্ত্রী মোদিকে মুসলমানদের হত্যাকারী বলে অভিযুক্ত করেছেন সম্প্রতি। এমনিতে সব সময়েই বিতর্কিত আর বেপরোয়f মন্তব্যের জন্য আলোচনায় থাকেন আজম খান।
রামপুরের টান্ডা থানায় আজম খানের বিরুদ্ধে মামলা হয়েছে এ ঘটনার জের ধরে। গত ৫ এপ্রিল আয়োজিত এক জনসভায় ওই বিবাদিত বয়ান দেন তিনি।
উত্তর প্রদেশের রামপুর লোকসভা আসনে প্রার্থী সমাজবাদী পার্টি নেতা আজম খান। এখন রামপুর জেলার টান্ডা থানায় তার বিরুদ্ধে মামলা নিয়ে নয়া ঝামেলায় জড়ালেন তিনি।
৫ এপ্রিলের ওই জনসভায় আজম খান ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করে বলেছিলেন, সাংবিধানিক পদে আসীন ব্যক্তি হচ্ছে অপরাধী। তাকে মুসলমানদের খুনিও বলেন তিনি।
থানায় দায়ের করা অভিযোগে আরো বলা হয় যে আজম খান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংসহ শীর্ষ বিজেপি নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এনবিটি