NewsOne24

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ২১ এপ্রিল রোববার রাতে। সেই হিসেবে বাংলাদেশে মুসলমান সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হওয়ার কথা আগামী ৭ মে মঙ্গলবার থেকে।

বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও আগামী ৭ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে সোমবার চলতি বছরের সেহরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ঢাকা ও আশপাশের এলাকায় পহেলা রমজানে সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের নামাজের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। অতএব, সেহ্‌রির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।