এক মাছের দাম এক লাখ ২০ হাজার টাকা!
ইত্যাদি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৪৯ এএম, ১ মার্চ ২০১৭ বুধবার

কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ১২৫ কেজি ওজনের একটি পোয়া মাছ। মঙ্গলবার সকালে নাফ নদীর মোহনায় শাহপরীর দ্বীপের জেলেদের জালে এটি ধরা পড়ে।
জেলেরা জানায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসানের মালিকানাধীন একটি নৌকায় জেলে খুরশিদ আলম, রশিদ আহমদ ও নজির আহমদ মাছ ধরতে যান।
নাফ নদীর মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মঙ্গলবার ভোরে জাল পাতেন তারা। সকালে জালে পোয়া মাছটি ধরা পড়ে। এটির ওজন ১২৫ কেজি।
জেলেরা আরও জানান, মাছটি নিয়ে শাহপরীর দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়।
নৌকার মালিক মোহাম্মদ হাসান জানান, প্রথমে তিনি মাছটির দাম হাঁকেন দেড় লাখ টাকা। পরে টেকনাফের মাছ ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ কয়েকজন এক লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি হিমাগারে রাখা হয়েছে।
ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, `বৃহস্পতিবার টেকনাফের বড় মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে।`
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী বলেন, `এ ধরনের মাছ গভীর সাগরে পাওয়া যায়। নাফ নদীর মোহনায় সাধারণত পাওয়ার কথা নয়। মাছটি পথ হারিয়ে নাফ নদীর মোহনায় চলে আসায় জালে আটকা পড়েছে।`
নিউজওয়ান২৪.কম