কুকুরের কামড়ে নোয়াখালীতে আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:০৮ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

ফাইল ছবি
নোয়াখালীর সদরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিন জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাইজদী নুতন বাস স্টান্ডে একটি পাগলা কুকুরে এলোপাতাড়ী মানুষদের কামড়াতে থাকে। এ সময় নির্মল দাস (২৫) মাইজদী আল আমিন মাদ্রাসার ছাত্র জাহিদ (১৮), কলেজছাত্র সাইফুর ইসলাম (১৮),নুর জামান,(১৫) পলাশ, (১৪), আ. মান্নানসহ (৭০) কমপক্ষে ৩০ জন আহত হয়। পরে এলাকাবাসী কুকুরটি মেরে ফেলে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আরএমও ডা. সৈয়দ মহি উদ্দিন আ. আজিম বলেন, কুকুরটি র্যাবিজে আক্রান্ত হতে পারে। তাই রোগীদের এন্টি-র্যাবিজ ভ্যাকসিন দেয়া হয়েছে।