হ্যান্ডসেট নিবন্ধন করতে হবে সবাইকে
তথ্যপ্রযুক্তি ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার
ফাইল ছবি
মোবাইল চুরি, অবৈধ আমদানি ও নকল হ্যান্ডসেট বিক্রি এবং মোবাইল কেন্দ্রিক অপরাধ কমাতে সিম কার্ডের মত হ্যান্ডসেটও নিবন্ধনের আওতায় আনার কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
জানা গেছে, সরকারের এমন উদ্যোগে দেশে অবৈধভাবে আমদানি, চুরি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধ করা যাবে। এমনকি গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। মোবাইল ফোনের হিসাব রাখা যাবে। সবশেষে সরকারি রাজস্বের ক্ষতি ঠেকানো সম্ভব হবে।
সাধারণত প্রত্যেকটি মোবাইল ফোনেই ১৫ ডিজিটের একটি স্বতন্ত্র আইএমইআই নম্বর থাকে। এই আইএমইআই নম্বর নিয়েই একটি বৈধ ফোনের ডাটাবেজ তৈরি করবে বিটিআরসি। এভাবে দেশের প্রতিটি সক্রিয় সেটকে নিবন্ধনের আওতায় আনা হবে।
প্রাথমিকভাবে হ্যান্ডসেট নিবন্ধনের জন্য গ্রাহককে কারও কাছে যেতে হবে না। নিবন্ধিত কোনো সিম ফোনসেটে সক্রিয় করলে স্বয়ংক্রিয়ভাবে ওই সেটটি সিম নিবন্ধনকারীর নামে নিবন্ধন হয়ে যাবে। এরপর ওই সেটে ওই নামে নিবন্ধিত সিম ছাড়া অন্য কোনো সিম চলবে না।
এছাড়া কারও কাছে একাধিক মোবাইল ফোন সেট থাকলে সেই সেটে যার নামে নিবন্ধিত সিম সক্রিয় করবেন, সেই নামেই সেটটি নিবন্ধিত হয়ে যাবে। এটি ছাড়া অন্য নামের কোন সিম ওই সেটে চলবে না।