NewsOne24

অস্কার ইতিহাসে অতিথি যা হয়নি (ভিডিও)

শোবিজ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

অস্কারের ৮৯ বছরের ইতিহাসে যা হয়নি, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে তাই হল রোববার সন্ধ্যায়।
 
উপস্থাপক ওয়ারেন বেটি অন্য একটি ছবিকে ভুল করে সেরা ছবি হিসেবে ঘোষণা করেন।
 
তিনি প্রথমে বিজয়ী হিসেবে আলোচিত `লা লা ল্যান্ড`ছবিটির নাম ঘোষণা করেন। এ সময় ছবিটির পরিচালক ড্যামিয়েন শ্যাজেলসহ কলা-কুশলীদের মঞ্চেও ডাক দেয়া হয়। দুজন কুশলী মঞ্চেও উঠেন।

এরপরেই ঘুম ভাঙে উপস্থাপকের। তিনি ক্ষমা চেয়ে জানান, ভুল নাম ঘোষণা করা হয়েছে। লা লা ল্যান্ড নয়, আসলে ৮৯তম আসরে সেরা ছবিটি মুনলাইট।
 
মুহূর্তেই অন্ধকার নেমে আসে ‘লা লা ল্যান্ড’র কুশলীদের মধ্যে। অন্যদিকে আবেগে আপ্লুত হয়ে পড়েন মুনলাইটের অভিনেতা-অভিনেত্রীসহ কলা-কুশলীরা।
 
এ নিয়ে উপস্থাপক ওয়ারেন বেটি বলেন, `দুটি কার্ড ছিল। কিন্তু আমি ভুল কার্ডটি তুলে নেই। এটা আসলেই একটা ভুল ছিল। ইচ্ছে করে বা মজা করার জন্য এটা করিনি।`


নিউজওয়ান২৪.কম