ডিপিএলের শীর্ষে রূপগঞ্জ
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার
ফাইল ছবি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডের খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করেছে শক্তিশালী লিজেন্ডস অফ রূপগঞ্জ। সে সাথে চলমান লিগে নিজেদের নবম জয় তুলে নিয়েছে নাঈম ইসলামরা।
রবিবার (৭ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ দলপতি নাঈম। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া আবাহনীর ব্যাটসম্যানেরা শুভাশিষ রায়, মোহাম্মদ শহীদ এবং স্পিনার নাবিল সামাদের দুর্দান্ত বোলিং তোপের মুখে পড়েন। শুভাশিষ ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন। যেখানে শহীদ এবং নাবিল প্রত্যেকে পেয়েছেন ২টি করে উইকেট।
রূপগঞ্জের দারুণ বোলিংয়ের সামনে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক খেলতে পেরেছেন দলীয় সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেছে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। বাদবাকি ব্যাটসম্যানদের আর কেউই তেমন রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৩৯.১ ওভারে মাত্র ১২২ রানেই গুটিয়া যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
১২৩ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন রূপগঞ্জের দুই ওপেনার মেহেদি মারুফ এবং মোহাম্মদ নাঈম। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে পঞ্চাশ রানের কোটা পার করে রুপগঞ্জ।
তবে দলীয় ৬২ রানের মাথায় জাহিদ জাভেদের হাতে মোহাম্মদ নাঈমকে ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন আবাহনীর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ২২ রান করে সাজঘরে ফিরেছেন নাঈম।
পরবর্তীতে ১০৭ রানের সময় মোসাদ্দেক হোসেনের থ্রোতে মমিনুল হক আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি রুপগঞ্জের। দলের জয় আরও ত্বরান্বিত করেছেন ওপেনার মেহেদি মারুফ। খেলেছেন ৮৫ বলে ৫৯ রানের কার্যকরী একটি ইনিংস।
হাফসেঞ্চুরি হাঁকানোর পর দ্রুতই তাঁকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফিরিয়েছেন স্পিনার নাজমুল ইসলাম। মারুফের বিদায়ের পর ২ রান করে সাব্বির রহমানের বলে বোল্ড হয়ে ফিরতে হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলিকেও।
সেসময় রুপগঞ্জের দলীয় রান ছিল ১১১। সেখান থেকে পরবর্তীতে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস এবং নাঈম ইসলামের ব্যাটে আর উইকেট না হারিয়ে ১৩৯ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় রুপগঞ্জ।
নিউজওয়ান২৪/ইরু