ফেনীতে ৭ দিন পর স্কুলছাত্রের গলিত লাশ উদ্দার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:২৩ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

ফাইল ছবি
ফেনীর সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর গতকাল শনিবার গভীর রাতে এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আরাফাত হোসেন (১৪)। সে স্থানীয় মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। সে কাশিমপুর গ্রামের সৌদিপ্রবাসী ইমাম হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ৩১ মার্চ বিকেল থেকে আরাফাত নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফেনী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল শনিবার রাত তিনটার দিকে পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারসংলগ্ন এলাকা থেকে ফেনী থানা-পুলিশ আরাফাতের গলিত লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলাম বলেন, ওই নিখোঁজের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এর আগে সন্দেহভাজন একজনকে আটক করে। আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ আরাফাতের লাশ উদ্ধার করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিখোঁজ স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজওয়ান২৪/ইরু