NewsOne24

২১ এপ্রিল শবে বরাত 

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

আজ (শনিবার) সন্ধ্যায় দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল (রবিবার) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। অর্থাৎ আগামী সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

এতে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরি সালের শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

প্রসঙ্গত, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) বাংলাদেশসহ উপমহাদেশীয় অপরাপর দেশ ভারত ও পাকিস্তানে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ ধর্মপ্রাণ নেকিপ্রার্থী শবে বরাত পালন করে থাকেন। এ উপলক্ষ্যে নফল নামাজ, রোজা, জিকির-আজকার ও দায়ন-খয়রাত করে থাকেন। 

শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি পালিত হয়।

শাবানের শেষেই মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার বরকত ও মর্যাদাপূর্ণ মাস রমজান। 

নিউজওয়ান২৪.কম/আরকে