NewsOne24

৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তান। চলতি মাসেই কয়েক ধাপে এসব ভারতীয় বন্দিকে ছেড়ে দেয়া হবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়। এসব বন্দির শাস্তি ভোগ শেষ হওয়ায় তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এসব বন্দিদের মুক্তি দেয়ার জন্য ভারতের পক্ষ থেকে পাকিস্তানের হাই কমিশনে চিঠি পাঠানো হয়েছে। এরপরই দেশটি এমন উদ্যোগ নিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মোহাম্মদ ফয়সালকে উদ্ধৃত করে বলা হয়েছে, বর্তমানে ৫৩৭ জন ভারতীয় বেসামরিক সে দেশের হাজতে বন্দি আছে।

এসব বন্দির মধ্যে এপ্রিলে চার ধাপে ৩৬০ জনকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে ৩৫৫ মৎস্যজীবী ও বাকি পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে খবরে বলা হয়েছে।

পাকিস্তান এমন সময় বন্দিদের মুক্তি দিল যখন দেশ দুইটির মধ্যে উত্তেজনা চলছে ও দুই দেশের সীমান্তে বিভিন্ন সময়ে হামলার খবর পাওয়া যাচ্ছে।

পাকিস্তানের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ভারতের হাজতে ৩৪৭ জন পাকিস্তানি বন্দি রয়েছে।

মোহাম্মদ ফয়সাল আশা প্রকাশ করেছেন, পাকিস্তানের বন্দি মুক্তির ‘মানবিক উদ্যোগ’-এর প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারতও তাদের হাজতে পাকিস্তানি বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করবে।