NewsOne24

সাবেক ইসরাইলি সেনাপ্রধানের সেলফোন হ্যাক করেছে ইরান!

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:২১ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

ইসরাইলের সাবেক সেনা প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীর সেলফোনের তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে ইরান। সম্প্রতি এই খবর দিয়েছে খোদ ইসরাইলি দৈনিক হারেৎজ।

হারেৎজ-এর সূত্র উদ্ধৃত করে শুক্রবার রেডিও তেহরানের খবর দেয় যে ইরানের সাইবার হামলার ক্ষমতা এতটেই বেড়েছে যে ইরানিরা ইসরাইলি সশস্ত্র বাহিনীর সাবেক চিফ অফ স্টাফস বেনিআমিন গান্তয্‌-এর মোবাইল ফোন সনাক্ত করে ওই ফোন থেকে তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। গান্তয্‌ ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রার্থী হয়েছেন।

স্মর্তব্য যে কিছুদিন আগে এই একই পত্রিকাটি জানিয়েছিল যে ইরানি হ্যাকাররা ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের মোবাইল ফোনও হ্যাক্ করতে সক্ষম হয়। কোনো কোনো সূত্র বলেছে, ইরান সরাসরি এই সাইবার হামলা চালিয়েছে। তবে অন্য সূত্র বলেছে, ইরান এক বিদেশি হ্যাকারের মাধ্যমে এই হামলা চালায় এবং ওই হ্যাকারই ওইসব মোবাইলের তথ্য ইরানের কাছে হস্তান্তর করে।

ইরানি হ্যাকাররা প্রায় দেড়-দুই মাস আগে এহুদ বারাকের মোবাইল হ্যাক করে তার অনেক ব্যক্তিগত তথ্য ও টেলিফোন সংলাপ হাতিয়ে নিয়েছিল বলে এর আগে খবর বের হয়। ফিলিস্তিনিদের নিজের দেশে পরদেশি করে রাখা দখলদার ইসরাইলের অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা শিনবেথ এসব খবরের সত্যতা স্বীকার করেছে। 

বিদ্বেষবাদী ইসরাইলের সংবাদমাধ্যমগুলো এর আগে খবর দিয়েছিল যে ইসরাইলের সাবেক জ্বালানীমন্ত্রী গোনেন সেগেভ মন্ত্রিত্ব ছাড়ার পর  ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং এ অভিযোগে ইসরাইলি আদালত তাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে ইসরাইলি গোয়েন্দা বিভাগের জন্য বড় ধরনের পরাজয় বলে উল্লেখ করছে।

সেগেভ ২০১২ সালে নাইজেরিয়ায় ইরান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং দুই বার ইরান সফরে গিয়ে ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে শিনবেথ দাবি করেছে। সেগেভ ইসরাইলের জ্বালানি-বাজার ও অনেক নিরাপত্তা স্থাপনা এবং ইসরাইলের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কিত অনেক ভবন সম্পর্কে ইরানকে তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে।

এমন পটভূমিতে এহুদ বারাকের ফোন হ্যাক হওয়ার খবর ইসরাইলি অতি শক্তিশালী কুশলী গোয়েন্দা বিভাগের দুর্বলতা আবারও স্পষ্ট করল বলে  মনে করছে ইরান।  

তবে অতি খুশি হয়ে ইরান যে খবর প্রচার করছে তা তততোটা খুশির না-ও হতে পারে। হয়তো পরে দেখা যাবে এই কৌশলে ইসরায়েল উল্টো তাদের বোকা বানাচ্ছে। কে জানে আসল কথা কী?

নিউজওয়ান২৪.কম/আরকে