জাপার কো-চেয়ারম্যান পদে জিএম কাদের পূনর্বহাল
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
গোলাম মুহম্মদ কাদের (ফাইল ছবি)
সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মুহম্মদ কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদে পূনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্রেসিডেন্ট পার্কের বাসভবনে রংপুর সিটি করপোরেশনের মেয়ের মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা দেখা করতে গেলে, দলের চেয়ারম্যান জিএম কাদেরের পূনর্বহালপত্রে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসির।
তেরো দিনের মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন হুসেইন মুহম্মদ এরশাদ। যে ছোটো ভাইকে ব্যর্থ উল্লেখ করে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, তাকেই আবার স্বপদে বহাল করলেন।
গত ২২ জানুয়ারি তাকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন এরশাদ। কেউ কেউ মনে করেন, উত্তরের নেতাদের গণপদত্যাগের হুমকিতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। রংপুর বিভাগের নেতারা কাদেরকে পুনর্বহালের দাবিতে আল্টিমেটাম দেন ৫ এপ্রিল পর্যন্ত।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি