NewsOne24

কারাগারে খালেদা জিয়া অসুস্থ হলেন কিভাবে

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, সুস্থ অবস্থায় বেগম জিয়া কারাগারে গিয়েছিলেন, আজকে তিনি মারাত্মক অসুস্থ। তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে। আমাদের কাছে ভয় হচ্ছে সরকার কারাগারের মধ্যে তাকে চিকিৎসার নামে অন্য কিছু করছেন কিনা? তিনি এতো গুরুতর অসুস্থ হলেন কিভাবে?

বুধবার (৩ এপ্রিল) পবিত্র শবে মেরাজ উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বেগম জিয়া কারাগারে থাকা অবস্থায় সরকারি ডাক্তার অনেকেই গিয়েছেন। গিয়ে বলেছেন, তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ। এখন তিনি পিজি হাসপাতালে আসার সাথে সাথেই সেখানকার পরিচালক বলে দিয়েন, তিনি (খালেদা জিয়া) খুব একটা অসুস্থ নন। কোনো রকম পরীক্ষা হলো না, কেনো ধরনের ডায়াগনোসিস হলো না কিন্তু পরিচালক বলে দিলেন, তার অসুস্থতা গুরুতর নয়।

তিনি বলেন, পরিচালক তো নিজের মুখে বলছেন না; শেখ হাসিনা যা বলে দিচ্ছেন, সরকার যেটা বলে দিচ্ছে সেই কথাই পিজির পরিচালক বলছেন। এই জন্যই বলছেন, তার চাকরি রক্ষা করার জন্য, তার পথ ধরে রাখার জন্য। মানুষকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েও দেশের ডাক্তাররা নিজের পথ ধরে রাখার জন্য শেখ হাসিনার ভাষায় কথা বলছেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে রিজভী বলেন, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, মুক্তি তো দিতেই হবে। সরকারের ময়ূর সিংহাসন কাপতে শুরু করেছে। যেকোনো সময় হুরমুর করে ভেঙে পড়বে।

জাতীয়তাবাদী ওলামা দলের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ নেছারুল হক প্রমুখ ।

উল্লেখ্য, গত সোমবার কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। এদিন দুপুর ১২টা ৪১ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। পরে হুইল চেয়ারে করে বিএনপি চেয়ারপারসনকে কেবিন ব্লকের ৫ তলায় নেওয়া হয়। হাসপাতালে তার জন্য ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রয়েছে।

নিউজওয়ান২৪/ইরু