বুকে বাঁশ ঢুকে চলন্ত বাইকচালকের নির্মম মৃত্যু
যশোর সংবাদদাতা
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

প্রতীকি চিত্র
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরের শার্শায় নির্মাণাধীন একটি কালভার্টের বাঁশবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি।
স্থানীয় সূত্র মতে, যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল ফায়ার সার্ভিস অফিসের সামনে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মর্মান্তিক এ ঘটনায় নিহত মোস্তফা মাহমুদ সুমন (৪৫) শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, রাতে ঝড় ও শীলা বৃষ্টির মধ্যে সুমন বেনাপোল থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নির্মাণাধীন কালভার্টে সংযুক্ত একটি বাঁশ সুমনের বুকের এক পাশ দিয়ে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজমুন নাহার রানী জানান, হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় সুমনের।
নিউজওয়ান২৪.কম/আরকে