মিছিলে ষাঁড়ের হামলা গুরুতর আহত ৭ মহিলাকর্মী
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:০৭ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ফাইল ছবি
রাজ্যের সমস্ত প্রান্তেই এখন ভোট প্রচার তুঙ্গে। সকাল থেকেই মিছিল-মিটিংয়ে বেরিয়ে পড়ছেন দলীয় নেতাকর্মীরা। কিন্তু এরই মধ্যে তৃণমূলের ভোট প্রচারে ঘটে গেল ভয়ংকর ঘটনা।
আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে মিছিলে হামলা চালাল ষাঁড়। আর তাতেই গুরুতর আহত হন সাতজন তৃণমূল মহিলা কর্মী।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তারকেশ্বরে ভোট প্রচারের মিছিল করেন লোকসভা নির্বাচনের আরামবাগের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। সেইসময়ই হামলা চালায় ষাঁড়। হুলুস্থূল পড়ে যায় চারিদিকে। শুরু হয় দৌড়াদৌড়ি। এরই মাঝে আহত হন ৭ জন। তাঁদের সঙ্গেসঙ্গেই নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীন হাসপাতালে। সেখানেই ভরতি রয়েছেন আহত মহিলারা। তাঁদের দেখতে যান প্রার্থী অপরূপা পোদ্দারও।
নিউজওয়ান২৪/ইরু