প্রথমবারের মতো বিচারের মুখোমুখি নাজিব রাজাক
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:২৩ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ফাইল ছবি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক অর্থনৈতিক কেলেঙ্কারির দায়ে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
ওয়ানএমডিবি তহবিল থেকে ৬৮ কোটি ১০ লাখ ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।-খবর বিবিসি অনলাইনের
কৌশলগত বিনিযোগের মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতিকে এগিয়ে নিতে এই তহবিল গঠন করা হয়েছিল। কিন্তু তা না করে এ তহবিলের অর্থ বিলাসী জীবনযাত্রায় খরচ করা হয়েছে।
নাজিবের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। কিন্তু এ কেলেঙ্কারির ঘটনায় এই প্রথম তিনি বড় ধরনের বিচারের মুখোমুখি হচ্ছেন।
গত ১২ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু এ সম্পর্কিত আপিলের শুনানির জন্য বিলম্ব হয়েছে।
ওয়ানএমডিবি তহবিল থেকে অর্থ নিয়ে বিনিয়োগকারী প্রতারণার অভিযোগ তুলে মালয়েশিয়ার সরকার ওয়াল স্ট্রিট ফার্ম গোল্ডম্যান সচের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে।
কিন্তু বিনিয়োগ ব্যাংকটি সব অভিযোগ অস্বীকার করে বলছে, তারা শক্তভাবে এ মামলার মোকাবেলা করে যাবেন।
নাজিবের বিরুদ্ধে সব মিলিয়ে ৪২টি অভিযোগ রয়েছে, যার অধিকাংশই ওয়ানএমডিবি সম্পর্কিত।
২০০৯ সালে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) তহবিল গঠন করেছিলেন নাজিব রাজাক। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতেই প্রধানমন্ত্রী থাকাকালে তিনি এ তহবিলটি গঠন করেন।
কিন্তু ২০১৫ সালে ব্যাংক ও হুন্ডিমালিকদের অর্থ উধাও হওয়ার পর এটির তৎপরতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল।
নিউজওয়ান২৪/ইরু