চট্টগ্রামে পাহাড়ে মায়া হরিণ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পাহাড়ে একদল শিকারীর ধাওয়া খেয়ে গুরুতর আহত একটি মায়া হরিণ উদ্ধার করেছে পুলিশ।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারীর এমকে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি গরুর খামারে মায়া হরিণটি দেখতে পান স্থানীয় লোকজন।
এরপর এলাকাবাসী পুলিশের হেল্প ডেক্স ৯৯৯ নম্বরে কল করে ঘটনা জানালে হাটহাজারী থানা পুলিশ আহত মায়া হরিণটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ে শিকারীদের তাড়া খেয়ে মায়া হরিণটি গরুর খামারে আশ্রয় নিয়েছে। হরিণটিকে চিকিৎসা চট্রগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।
নিউজওয়ান২৪/ইরু