NewsOne24

এফ আর টাওয়ারের তাসভির-ফারুক সাত দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:৫৬ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে আগুনের ঘটনার মামলায় আসামি তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুককে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে। 

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় শনিবার বনানী থানায় অবহেলা, অনিয়মের মাধ্যমে ভবন নির্মাণ করে অগ্নিকাণ্ড ঘটানোসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এতে এফ আর টাওয়ারের জমি ও স্থাপনার একাংশের মালিক, প্রকৌশলী এস এম এইচ আই ফারুক এবং ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামসহ তিনজনকে আসামি করা হয়। 

এর পরিপ্রেক্ষিতে ফারুক ও তাসভিরুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

নিউজওয়ান২৪/আ.রাফি