NewsOne24

বিএনপিকে জড়াতেই তাসভিরকে গ্রেফতার: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়াতেই দলীয় নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৩১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।

এই বিল্ডিং এর সঙ্গে তাসভিরের সম্পর্ক কী জানতে চেয়ে রিজভী বলেন, এফ আর টাওয়ারের মালিক তো তিনি নন। ওই বিল্ডিংয়ের ডেভলপার ও তো তিনি নন।

তাকে গ্রেফতারের কারণ জানতে চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কেন তাকে গ্রেফতার করলেন রাতে। জনগণকে দেখানো যে যা কিছু হয়, যা কিছু ঘটে সবকিছুর সঙ্গে বিএনপি জড়িত।’

উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোই সরকারের কাজ বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীতে ২৩ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়।

প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত সাতটায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় ওই ভবন থেকে মোট ১৩০ জনকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন। এ ঘটনায় আহতের ৩৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে এই ঘটনায় শনিবার (৩০ মার্চ) রাতে এফ আর টাওয়ারের জমির মালিক এসএমএইচ আই ফারুককে (৬৫) বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এবং ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে তার বারিধারার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতার এই দুই আসামিকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে রবিবার (৩১ মার্চ) জানান ডিবি উত্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল।

নিউজওয়ান২৪/ইরু