উদ্ধারকাজ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
ফাইল ছবি
উদ্ধারকাজে কোনো খুঁত না পেয়ে বিএনপি এখন বলছেন- এই সরকারের আমলে এই ফায়ার বিগ্রেডকে আধুনিকায়ন করার জন্য তেমন কোনো উদ্যোগ নেয়নি। যেটা একেবারেই মিথ্যাচার এবং একেবারেই সত্যের অপলাপ ছাড়া আর কিছু না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার (৩১ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি একথা বলেন।
এ সময় হানিফ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কেউ ব্যর্থতার পরিচয় দিয়ে থাকলে তাকে শাস্তি পেতে হবে। অগ্নিকাণ্ডের কোনো দুরভিসন্ধি থাকলে তাও খতিয়ে দেখা হবে।
হানিফ বলেন, রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে কোনো খুঁত না পেয়ে বিএনপি নেতারা সরকারের মিথ্যাচার করছে।
নিউজওয়ান২৪/ইরু